মো: সজিব হোসেন(পাবনা জেলা প্রতিনিধি //
ঈশ্বরদীতে নিখোঁজের বারো ঘণ্টা পর জিহাদ হোসেন নামে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার ও আসামী গ্রেফতারের পর ঈশ্বরদী থানা পুলিশ প্রেসব্রিফিং করেছে ।
রবিবার দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেসব্রিফিংএ ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,গত শুক্রবার বিকেলে জিহাদ হোসেন মুনসিদপুর নিজ বাড়ি এলাকায় বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে খেলা করছিল। এসময় একই এলাকার ডাকাতি ও খুনের মামলার আসামী যৌনকামনায় আসক্ত আসিফ জিহাদকে ফুসলিয়ে নিকটস্থ তেঁতুলতলার পরিত্যক্ত সিএন্ডবি গুদামে নিয়ে যৌন তাড়না মেটানোর চেষ্টাকালে তাকে হত্যা করে ফেলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঐগুদামের নিকটস্থ জংগল থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ঐদিন বিকেলে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম থানাধীন রাজাপুর এলাকা থেকে আসামী আসিফকে গ্রেফতার করা হয়।