অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর!
- আপডেট সময় : ০২:৫৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বেবি চক্রবর্ত্তী :- অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর! অনুব্রত মণ্ডলের গুরু দায়িত্ব।এবার আউশ গ্রাম, মঙ্গলকোট , কেতুগ্রাম ও মুর্শিদাবাদের বরঞ্চা দায়িত্ব সামলাবেন অনুব্রত।
বীরভূম জেলায় কার্যত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে অনুব্রত মণ্ডল। বীরভূমের পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমানের আউশগ্রাম,কেতুগ্রাম , মঙ্গলকোট ও মুর্শিদাবাদের বরঞ্চার দায়িত্ব সামলাবেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রিয় কেষ্টকে ফোন মারফত এই গুরুদায়িত্ব পালন করার কথা বলেছেন।
দীর্ঘ ২ বছর বাইরে ছিলেন অনুব্রত। তাঁর পদ কার্যত ফাঁকাই রেখেছিলেন তাঁর প্রিয় দিদি মমতা। তিনি বলেছিলেন বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে কেষ্ট কে। অনুব্রত মণ্ডল জেলায় অনুপস্থিত থাকাকালীন কোর কমিটি গঠন করে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই তাকে প্রথমে কোর কমিটির চেয়ারম্যান করা হয়, করা হয় বীরভূম জেলা সভাপতি ও পড়ে এসআরডিএ চেয়ারম্যান করা হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা ফোন মারফত অনুব্রত মণ্ডলকে জানান,তাকে আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট ও মুর্শিদাবাদের বরঞ্চার দায়িত্ব সামলাতে হবে। প্রিয় দিদির কাছে আবারো গুরুদায়িত্ব পাওয়ায় বেজায় খুশি দিদির প্রিয় ভাই কেষ্ট ওরফে অনুব্রত।