।।ফটিকছড়িতে দু’দিনে দুটি অজগর সাপ উদ্ধার।।

- আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ- মোঃ মাসুদ।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।সোমবার(২ সেপ্টেম্বর) উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড কুম্ভারপাড়াস্থ আনওয়ারুল উলুম মাদ্রাসার সংলগ্ন জনৈক ইউছুপের বাউন্ডারি ওয়াল থেকে একটি অজগর সাপ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারকৃত সাফটি ছয়ফিট,আট কেজি মতো ওজন হবে।মোহাম্মদ ইউছুপ নামে প্রত্যক্ষদর্শী জানান,সাপটি আমাদের ঘরের বাউন্ডারী ওয়ালের একটি জালে আটকে ছিল। মাদ্রাসার হুজুররা দেখতে পেলে সকলে মিলে উদ্ধার করে সাপটিকে। পরবর্তী একটি সাপ ধরা সংস্থাকে জানানো হলে তাদের সদস্যরা এসে সাপটি নিয়ে যায়। সাপটি তারা কোন বনে অবমুক্ত করবেন বলে জানান।সাপটি উদ্ধার করেন Wildlife And Snake Rescue Team In Bangladesh-(WSRTBD) এর চট্টগ্রাম জেলার উদ্ধার কর্মী রেজাউল করিম রাকিব। তিনি বলেন, খবর পেয়ে আমি সাপটি উদ্ধার করতে আসছি। সাপটি রিজার্ভ ফরেস্টের আওতাভুক্ত কোন স্থানে ছেড়ে দেব। সাপটি সেখানে নিজের মতো করে থাকতে পারবে।এদিকে গতকাল ১ সেপ্টেম্বর উপজেলার সুয়াবিল ইনিয়নের পশ্চিম সুয়াবিল শোভনছড়ি রাজার বাজার সংলগ্ন বারমাসিয়া চা বাগান এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ উদ্ধার করে স্থানীয়রা। এ নিয়ে ফটিকছড়িতে একে একে দুটি অজগর সাপ উদ্ধার করে স্থানীয়রা।।