কালিয়াকৈরে কোচ ভাষা শিক্ষা বইয়ের শুভ মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ১১:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: কালিয়াকৈরে পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা(থার) বইয়ের শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।রবিবার বিকালে,নিশ্চিতপুর ব্যা:চাচ হবুয়ার চালা। প্রথমে কোচভাষা গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন, পরে বউয়ের মোড়ক উন্মোচন করেন,রেভা সুশিল বর্মন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির, উদ্বোধন করেন, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সন্যাসি রমেশ কুমার কোচ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্পাদক, কোচ রুবেল মন্ডল,বিশেষ অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব শাহাদাৎ হোসেন এম এ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মইনুল ইসলাম মইন,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি, আইয়ুব রানা,সাহিত্যিক রঞ্জনা বিশ্বাস, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি,বাবু কোচ রতন কে বর্মন,মি: রন্টু বিশ্বাস,পালক হরেন্দ বর্মন,পালক জীবন বর্মন,আওয়ামীলীগ নেতা মো: আলমগীর হোসেন,সাংবাদিক সহ আদিবাসীর স্হানীয় নেতৃবৃন্দ।